Talukdar Songs

Talukdar Kings Theme Songs

Verse 1)
আমরা তালুকদার কিংস, আমরা বীর,
বাংলাদেশি ছেলে, আমাদের হৃদয় সৎ নির্ভীক।
ক্রিকেট আমাদের প্রিয়, প্রাণের খেলা,
প্যাশন আমাদের গতি, এটাই আমাদের মেলা।

(Chorus)
তালুকদার কিংস, তালুকদার কিংস,
আমরা রাজাদের মতো খেলি, আমরা গর্জি।
আমাদের হাতে ব্যাট, বল হাতে জ্বলে,
আমরা তালুকদার কিংস, আমরা স্বপ্নে ভাসি।

Verse 2)
প্রত্যেকটি ম্যাচে, আমরা দিই সেরা,
আমাদের চোখে স্বপ্ন, বাংলাদেশকে গড়া।
একসাথে আমরা শক্তি, একসাথে আমরা প্রান,
তালুকদার কিংসের ছেলেরা, সাফল্য আমাদের ধ্যান।

(Chorus)
তালুকদার কিংস, তালুকদার কিংস,
আমরা রাজাদের মতো খেলি, আমরা গর্জি।
আমাদের হাতে ব্যাট, বল হাতে জ্বলে,
আমরা তালুকদার কিংস, আমরা স্বপ্নে ভাসি।

(Bridge)
আমাদের হৃদয় ধুকধুক, প্রতিটি রান,
মাঠে আমরা রাজা, আমাদের নেই কোন মান।
ক্রিকেট আমাদের জীবন, ক্রিকেট আমাদের গান,
তালুকদার কিংসের নামে, আমরা সেরা আমরা মহান।

(Chorus)
তালুকদার কিংস, তালুকদার কিংস,
আমরা রাজাদের মতো খেলি, আমরা গর্জি।
আমাদের হাতে ব্যাট, বল হাতে জ্বলে,
আমরা তালুকদার কিংস, আমরা স্বপ্নে ভাসি।

(Outro)
বাংলাদেশের নামে, আমরা লড়ি,
তালুকদার কিংসের ঝড়ে, সবাইকে হারাই।
আমাদের এই গল্প, গৌরবময় ও দান,
তালুকদার কিংসের ছেলেরা, আমরা ইতিহাসে নামি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Call Us